এই মুহূর্তে জেলা

অনুদান বা ভিক্ষা নয় , মুক্তমঞ্চ খোলার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিল্পীরা।


সুদীপ দাস , ৯ অক্টোবর:- দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। করোনা আবহে অনেক কিছুতে ছাড় মিললেও খোলা মঞ্চের অনুষ্ঠানের ছাড় মেলেনি। তাই রুটিরুজির টান পরেছে সংঙ্গীত শিল্পীদের। সেকথা মাথায় রেখেই আজ চুঁচুড়ায় সংঙ্গীত প্রদর্শমের মাধ্যমে বিক্ষোভে সামিল হলো শিল্পীরা। এদিন চুঁচুড়া লঞ্চ ঘাটে জমায়েত হয় তাঁরা। সেখান থেকে মিছিল করে তাঁরা ডিএম অফিসের সামনে গিয়ে গান গেয়ে বিক্ষোভ দেখানো শুরু করতে চলেছে। জেলার বহু সঙ্গীত শিল্পীরা এই বিক্ষোভে সামিল হয়। মিছিল চুঁচুড়া আদালত চত্ত্বর ঘুরে ডিএম অফিসের সামনে এসে সমাপ্ত হয়। এরপর ডিএম অফিসের সামনেই বসে পরে তাঁরা রাস্তা অবরোধের পাশাপাশি বিক্ষোভে সামিল হয়।