এই মুহূর্তে কলকাতা

রাজ‍্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।

কলকাতা , ৩ নভেম্বর:- রাজ‍্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন কিভাবে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা আলোচনা করতে আগামী ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডেকেছেন মুখ‍্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবে কমিশন। আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে বিভিন্ন দলকে মত বিনিময়ের জন্য ডাকা হয়েছে।