এই মুহূর্তে জেলা

হাওড়াতেও ফুল-ফলের বাজারে আগুন। কোজাগরী লক্ষ্মীর আরধনা করতে গিয়ে হিমসিম অবস্থা মধ্যবিত্তের।

হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে আরও সমস্যা। এক গৃহস্থ জানান, এই বছরে ভাল মালার দাম প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। এছাড়াও গাঁদাফুলের মালার দাম বেড়েছে। ফলের দামও আকাশছোঁয়া। এক ফুল বিক্রেতা বলেন, হাওড়ায় ফুল শহরতলি থেকে আসে। এই বছরে করোনার কারণে এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। ফলে পাঁশকুড়া, কোলাঘাট প্রভৃতি এলাকা থেকে ফুল চাষিরা ফুল বাজারে আনতে সমস্যায় পড়ছেন। আগে লোকাল ট্রেনে করে অল্প খরচে যে ফুল হাওড়ায় নিয়ে আসা সম্ভব হত, বর্তমানে তা সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ফুল চাষিরা। অন্যদিকে, একই অবস্থা আনাজ ও ফলেরও। একই কারণে বেড়ছে দাম।