বাঁকুড়া , ২৩ অক্টোবর:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সপ্তমীর সকাল থেকে ঘট ও কলাবউ স্নান করানাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাঙালির উন্মাদনা চোখে পড়ার মতো। যেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী ও দারেকেস্বর নদী ও নদের ঘাটগুলোতে সকাল থেকে চলছে কলা বউ স্নান করানোর পালা। এর পাশাপাশি ইন্দাস পাত্রসায়ের সোনামুখী দামোদর নদীতে কলা বউ স্নান করাতে বিভিন্ন পূজা মন্ডপের উদ্যোক্তারা ভিড় জমিয়েছেন। তাছাড়াও করোনা পরিস্থিতি মাথায় রেখে মহিলা থেকে পুরুষ অধিকাংশের মুখেই বাধা রয়েছে মাক্স।
এছাড়াও পুলিশি নিরাপত্তা যথেষ্ট পরিমাণে রাখা হয়েছে। এই পুজোর কটা দিন মহিলারা সাজ ভালবাসেন ঠিক কথাই কিন্তু করোনা পরিস্থিতি মাথায় রেখে শুভবুদ্ধি মহিলারা বলছেন যে নিজেদের ভালো নিজেদেরকে বুঝে নিতে হবে মায়ের কাছে তাদের একটাই আবেদন করোনা মুক্ত হোক দেশ তাহলে খুশি জোয়ার আসবে সামনে বছর।
ইন্দাস ব্লকের মেরাল গ্রামের সার্বজনীন দুর্গোৎসব কমিটির এক সদস্য সুশীলা লাহা বলেন, সরকারি নির্দেশ মতোই আমরা আমাদের পূজোর সমস্ত রকম বন্দোবস্ত করেছি। কলাবউ স্নান করানো থেকে ঘট আনা সমস্তটাই সরকারি নিয়ম মতো সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পড়ে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্যান্ডেলে যাতে জমায়েত না হয় সেদিকেও আমাদের নজর রয়েছে। রিম্পা নন্দী নামের এক দর্শনার্থী বলেন, এ বছর একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সরকারি নির্দেশ মানতে হবে। এছাড়াও তিনি বলেন অন্যান্য বছর যেমন বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ করি এ বছর তা আর করতে পারছি না।