এই মুহূর্তে কলকাতা

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মঙ্গলবার রাজ্যে প্রধানমন্ত্রী।

কলকাতা, ২৭ মে:- প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সপ্তম তথা শেষ দফার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাজ্যে আসছেন। দুদিনে রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রাজ্যে এসে পৌনে তিনটে নাগাদ বারাসতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টে নাগাদ যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যাদবপুরে জনসভা করার কথা রয়েছে মোদির। এই সভা শেষ করে বিকেল ৫.৪৫ মিনিটে কলকাতা উত্তরে রোড শো করবেন তিনি। জানা গিয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকান্দের জন্মভিটে পর্যন্ত এই রোড শো হবে। পরদিন বুধবার আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। কলকাতা রাজভবনে রাত্রিবাসের পর প্রথমে সকাল এগারোটা তিনি মথুরাপুর একটি জনসভা করবেন। সেখান থেকে তিনি জয়নগরে আরও একটি সভা করবেন।

শেষে অভিজিৎ দাসের সমর্থনের ডায়মন্ড হারবারে শেষ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সোমবার সন্ধ্যায় শহিদ মিনার গ্রাউন্ডে মঙ্গলবারের রোড শো নিয়ে একটি ড্রোন শো আয়োজন করেছে বিজেপি। হাজার হাজার ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বিকশিত ভারত এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ছবি।শেষ দফার নির্বাচন শনিবার। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ-সহ মোট 9টি লোকসভা কেন্দ্রে হবে ভোট। ইতিমধ্যে একাধিকবার রাজ্যে এসে নির্বাচনী প্রচার করেছেন মোদি। শেষ দফাতেও কোনও খামতি রাখতে চাইছেন না তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, আগামিকালের রোড শো-র জন্য দিল্লি থেকে এসেছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি সল্টলেকের বিজেপির কার্যালয়ে রাখা হয়েছে। এছাড়াও রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য দিল্লি থেকে মোট পাঁচটি বিশেষ টিম এসেছে কলকাতায়।