তরুণ মুখোপাধ্যায় , ২২ অক্টোবর:- এবারে করণার আবহে স্থানীয় এলাকার প্রায় 400 টি পরিবারের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে নবগ্রাম পিপলস অপারেটিভ ক্রেডিট ব্যাংক সেই সমস্ত মানুষদের হাতে নতুন বস্ত্র স্যানিটাইজার এবং মাস্ক তুলে দিচ্ছেন। ব্যাংকের পক্ষ থেকে চেয়ারম্যান মানস রায় জানালেন যে গত দু’বছর আগে আমাদের এই ব্যাংক এর পরিচালন ভার গ্রহণ করার পর থেকে প্রতি বছর পুজোর সময় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এবং পুজো পরিক্রমা, কুইজ কনটেস্ট অনুষ্ঠিত করে তারা।
কিন্তু এ বছর সারা পৃথিবী জুড়ে করোনার মহামারীতে অর্থনীতিতে এক বিরাট মন্দা এসেছে, বাদ যায়নি আমাদের রাজ্য এবং আমাদের এলাকা তাই আমরা এবার স্থির করেছি আমাদের এই ব্যাংকে যারা প্রতিনিধি আছেন, স্টাফেরা আছেন এবং যে সমস্ত পরিচালন সমিতির সদস্যরা আছেন, তারা নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষরা যাতে পুজোর আনন্দে শামিল হতে পারেন পাশাপাশি এলাকার বেশ কয়েকটি পূজো কমিটির সঙ্গে যুক্ত হয়ে তাদের হাতে বস্ত্র, মাস্ক, সানিটাইজার, তুলে দেয় তারা। এই পুজো কমিতিগুলি নিজ নিজ এলাকায় পিছিয়ে পড়া মানুষদের এই সরঞ্জাম তুলে দেবে। এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তে আমরা এই কাজ করব আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি মানুষের কাজে লাগে তবেই পুজোর আনন্দ আমরা সকলে ভাগ করে নিতে পারব।