এই মুহূর্তে জেলা

হাওড়ার দুই মন্ত্রীর গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে নেট দুনিয়ায়। 

 

হাওড়া, ২১ অক্টোবর:- আগেও তাঁদের গান রিলিজ হয়েছে। এবার নিজস্ব কন্ঠে পুজোর আগে দূর্গাপুজো নিয়ে গান গাইলেন রাজ্যের দুই মন্ত্রী রাজীব ব্যানার্জি ও লক্ষীরতন শুক্লা। ইতিমধ্যেই সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাওড়ার এই দুই বিধায়কের শিল্পী মনোভাব মুগ্ধ করেছে রাজ্যবাসীকে। এই দুই মন্ত্রীর ইচ্ছে এই গানগুলি যেন সবাই চারিদিকে ছড়িয়ে দেয়। এমনকি তাঁদের আর্জি দুর্গা পুজোর সময় সমস্ত প্যান্ডেলে যেন এই গানদুটি বাজানো হয়। মন্ত্রী রাজীব ব্যানার্জি তাঁর হাওড়ার ডোমজুড়ের শলপ পাকুড়িয়ায় নিজস্ব অফিসে এই গানটি সাংবাদিকদের সামনে রিলিজ করেন। এমনকি তিনি সেখানে নিজে গান গাইলেন। তিনি জানান, পুজো নিয়ে কলকাতা হাইকোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়ে আমরা এ বছর পুজোয় আগের মত ঠাকুর দেখা কিংবা বেশি ভিড়ে নাই বা ঘুরলাম।

পুজো দেখার জন্য সারাজীবন পরে আছে। আগে প্রাণ তারপর ঘোরাঘুরি করা। তাই পুজোর সময় সমস্ত রকম সামাজিক দূরত্ব বজায় রেখে কিংবা বাইরে বেরোলে মাক্স ও স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া এইসব দিকগুলো নজর রাখতে হবে। মোট কথা করোনা আবহে এবার পুজোয় ঘরে বসে ভার্চুয়াল মাধ্যমে পুজো দেখার অনুরোধ করলেন রাজ্যবাসীর উদ্দেশ্যে মন্ত্রী রাজীব ব্যানার্জি। পাশাপাশি রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলা (সদর) তৃণমূলের সভাপতি লক্ষ্মী রতন শুক্লাও পুজোর সময় মানুষকে আরও সচেতন হবার অনুরোধ করেছেন। মোট কথা দূর্গা পুজো নিয়ে হাওড়ার এই দুই বিধায়কের গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে নেট দুনিয়ায় ।