হাওড়া,২৮ ফেব্রুয়ারি:- “রাজ্যে আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত মেয়েরা আমাদের সম্পদ। এরা অর্থনীতি ও সমাজনীতি সর্বক্ষেত্রেই যুক্ত রয়েছেন। কিন্তু তা সত্বেও রাজ্যে আনন্দধারা প্রকল্পে আমাদের প্রচার কম। তাই অনেকেই জানেন না আনন্দধারার কাজ। এরচেয়ে বেশি অহংকারের দফতর আর নেই।” শুক্রবার বিকেলে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন হাওড়ার শরৎ সদনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আনন্দধারা সারা ভারতে প্রথম হয়েছে। সারা ভারতে এর উৎকর্ষতা প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসছে। এরা নিজের পরিবারের পাশাপাশি সমাজকেও সাবলম্বী করছে। কিভাবে ব্যাঙ্ক থেকে টাকা আনবেন, কিভাবে সেই টাকা পরিশোধ করবেন এই কর্মসূচির মধ্য দিয়েই মহিলাদের স্বনির্ভর করতে পারছি। কেউ কেউ মনে করছেন এটা গ্রামীণ মেয়েদের পয়সা জুগিয়ে দেওয়ার উপায়।
সেটাতো আছেই তাছাড়া এরফলে মহিলারা উন্নতমানের জীবনযাপন করছেন। আমাদের সরকার প্রতিটি প্রকল্প গুরুত্ব দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সমাজ গঠনের কাজ করে দিচ্ছে। এদিন ‘মেগা সেলফ হেল্প গ্রুপ ক্রেডিট ক্যাম্প’ শীর্ষক এই অনুষ্ঠানে আনন্দধারা প্রকল্পে জেলার ১১০টি স্বনির্ভর গোষ্ঠীকে বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে প্রায় ৩৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক শীতল সর্দার, আবদুল গনি, ব্রজমোহন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজন প্রসঙ্গে উদ্যোক্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার রঞ্জন মিত্র বলেন, এই প্রথম এতো বড় আয়োজন। এর দ্বারা গ্রামীণ মহিলারা উপকৃত হবেন।