হুগলি , ১৭ অক্টোবর:- চাঁপদানিতে এক ব্যবসায়ী অপহরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ৩৪ বছরের মহ ইকবালের বাড়ি চাঁপদানির নুরি লেনে। বাড়ির সংগে রয়েছে তার মুদিখানার দোকান।ইকবাল রাতে গিয়েছিল তার কাকা সাহেব হোসেনের আর বি এস রোডের বাড়িতে। রাত নটা নাগাত এলাকার কুখ্যাত দুষ্কৃতি চেংড়ুয়া ৭/৮ জনকে নিয়ে চার চাকার গাড়ি করে আসে সাহেব হোসেনের বাড়িতে। ঘরে ঢুকে মহ ইকবালকে বাইরে বের করে ঐ গাড়িতে করে নিয়ে চলে যায়।
কারো বাধা মানেনি চেংড়ুয়া ও তার দলবল। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে ছিল এই দুষ্কৃতি। এর আগে চাঁপদানি ও আশেপাশের এলাকায় তোলা আদায় থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক মুলক কাজ কর্মের অভিযোগ রয়েছে। ইকবালের মোবাইলে সুইচ অফ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।তবে কি কারনে এই ব্যবসায়ীকে অপহরন করা হল সে ব্যাপারে পরিবারের লোকজন কিছু বলতে পারছে না। পুলিশ তদন্তে নেমেছে।