এই মুহূর্তে কলকাতা

পুজোর মুখে রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে।

কলকাতা , ১৬ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক তিন হাজার ৭৭১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ১৩ হাজার ১৮৮ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭৪ হাজার ৭৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা কমে ৮৭ দশমিক ৭৩ শতাংশ হয়েছে।গত ২৪ ঘন্টায় তিন হাজার ১৯৪ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৭৭১ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেণ বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৯ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৩ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৯৩১ জন। যার মধ্যে এক হাজার ৯৫৬ জন কলকাতা ও এক হাজার ৩৪২ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩২ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৯ লাখ ৪ হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হলো।