এই মুহূর্তে কলকাতা

পরিবেশ বান্ধব পুজোয় উৎসাহ দিতে পরিবেশ দপ্তর এই প্রথম শারদ সম্মানের আয়োজন করেছে।


আসন্ন শারদোৎসবে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবেশ বান্ধব পুজোয় উৎসাহ দিতে পরিবেশ দপ্তর এই প্রথম শারদ সম্মান দেওয়ার আয়োজন করেছে। নাম দেওয়া হয়েছে ‘‌কোভিড ১৯ ফ্রি গ্রিন পুজো কন্টেস্ট’‌। বুধবার পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, ‘‌এবার করোনা অতিমারীর আবহে শারদোৎসব হচ্ছে। মানুষ ঠাকুর দেখতে গিয়ে করোনা সংক্রমণের কথা যাতে ভুলে না যান, তার জন্য এগিয়ে আসতে হবে পুডো উদ্যোক্তাদের। মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করা সম্পর্কে দর্শনার্থীদের সচেতন করতে হবে। যে সব ক্লাব বা সংস্থা এই সব নিয়ম কানুন মানবে, তাঁদেরকে শারদ সম্মানের জন্য বেছে নেবে পরিবেশ দপ্তর। অনলাইনে আবেদন করতে হবে।

পরিবেশ দপ্তরের ওয়েবসাইটে আবেদন করার ব্যবস্থা র‌য়েছে। ফর্মেই উদ্যোক্তাদের কী কী নিয়ম মানতে হবে তা দেওয়া আছে। অর্থাৎ, বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলার জন্য বিভিন্ন রঙের ডাস্টবিন রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মাস্ক , স্যানিটাইজারের ব্যবস্থা, প্রতিমা গড়ার ক্ষেত্রে রাসায়নিক পদার্থ ব্যবহার না করা, প্যান্ডেলের উচ্চতা ৪০ ফুটের বেশি না হওয়া, প্রতিমার উচ্চতা ২০ ফিটের বেশি না হওয়া, সৌরবিদ্যুতের ব্যবহারসহ সবকিছু শর্ত যারা পালন করবেন তাঁদের মধ্যে থেকেই পুরস্কৃতদের বেছে নেওয়া হবে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই আবেদন করা যাবে। প্রথম পুরস্কার দেওয়া হবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার ও তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। ১০ টি স্বান্তনা পুরস্কার ১০ হাজার টাকা করে।