চিরঞ্জিত ঘোষ , ১৪ অক্টোবর:- আগে স্বামীরা গেট পাহাড়া দিতেন এখন স্ত্রীরা রাত পাহাড়া দিচ্ছেন। ডানকুনির একটি বন্ধ স্টিল কারখানার সামনে রাত পাহাড়া দিচ্ছে শ্রমিক পরিবার গুলো। গত আঠেরো বছর বন্ধ ডানকুনি সুভাষ পল্লীর এই কারখানা। প্রায় তিনশ শ্রমিক এখনও রয়েছেন যারা কাজ হারা। ৮০ জন শ্রমিক মারা গেছেন।কারখানা বন্ধ হওয়ার পর থেকে শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিটু। সিটু নেতা পরিমল ধর জানান, দিল্লীতে বিএফআর ইএফআর এ মামলা হারে কারখানা কর্তৃপক্ষ।
সম্প্রতি কেন্দ্র সরকার শ্রম আইনে সংশোধনী বিল আনে। এর মধ্যে গত দুদিন আগে কারখানার সেড কেটে জেসিবি দিয়ে নটি ট্রাক ভর্তি করা হয়।খবর পেয়ে শ্রমিকরা কারখানা গেটে অবস্থান শুরু করে। যাতে রাতে অন্ধকারে ট্রাক নিয়ে চলে না যেতে পারে তার জন্য রাত পাহাড়া শুরু করেছে শ্রমিকরা। আর তাতে যোগ দিয়েছে শ্রমিক পরিবার গুলো। কর্তৃপক্ষের সঙ্গে বসে বকেয়া পাওয়া নিয়ে আলোচনা করতে চায় শ্রমিকরা। বকেয়া না মিটলে আন্দোলন চলবে।