এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

নবান্ন , ১২ অক্টোবর:- করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্যজুড়ে বিভিন্ন পুজো কমিটিকে কোভিড সংক্রান্ত সতর্কতামূলক প্রচার করার আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন পুজো কমিটির উদ্দেশ্য মাস্ক না পরলে দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন। সরকারি নীতি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,সবাই ভালো ভাবে পুজো কাটান। কিন্তু সংক্রমন বাড়ছে।

কমিউনিটি স্প্রেড হচ্ছে নিশ্চই। দূরত্ব বজায় রাখুন, মাস্ক পড়ুন। যারা করোনা সতর্কতা বজায় রাখবে, তাদের বিশ্ব বাংলা পুজো পুরস্কারে ১০ পয়েন্ট একস্ট্রা দেওয়া হবে। ভিভিআইপি দিয়ে পুজো উদ্বোধন করা থেকে বিরত থাকুন। পুজোর সময় যে কোনো ধরনের সাহায্যের জন্য টোল ফ্রি ১০৭০ অথবা ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরে যোগাযোগ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ভিড় এড়াতে এই বছর তিনি ১৫ অক্টোবর থেকে তিন দিন ধরে ভার্চুয়াল পদ্ধতিতে বিভিন্ন পুজো উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন। তার নিজের অফিসের কয়েকজন আধিকারিক করোনায় সংক্রমিত হওয়ায় মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন।