এই মুহূর্তে কলকাতা

পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু , চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল।

হাওড়া , ১২ অক্টোবর:- আসন্ন উৎসবের মরসুমে করোনার প্রকোপ বাড়লে তার মোকাবিলা করার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি সহ এই সমস্ত সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুজোর আগেই বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। বর্তমানে এই সব হাসপাতালগুলিতে বিনামূল্যে করোনা চিকিৎসার জন্য ১২৪৭ টি শয্যা রয়েছে। এর সঙ্গে আরো ৬০০ বেড যুক্ত করা হচ্ছে। পাশাপাশি রোগীদের যথাযথ পরিষেবা দিট পুজোর আগেই আরো ২৫০০ নার্স নিয়োগ করা হবে। করোনা চিকিৎসার খরচ কমাতেও রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে বলে মুখ্য সচিব জানিয়েছেন।

তিনি জানান করোনা নমুনা পরীক্ষার খরচ ২২০০ টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কভিড রোগীদের সরকার বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রও অ্যাম্বুল্যান্স ভাড়া যাতে কিছুটা কমানো হয় সে ব্যাপারে রাজ্য সরকার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশন এব্যাপারে সংশ্লিষ্ট হাসপাতাল গুলির সঙ্গে কথা বলবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কভিড্ চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান। পুজোর সময় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও চালু থাকবে।