হুগলি , ৪ অক্টোবর:- উত্তরপ্রদেশের নারী ধর্ষণ কান্ডের ঘটনায় উত্তরপাড়া শহর তৃণমূলের পক্ষ থেকে এক মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উত্তরপাড়া সখের বাজার বাস স্ট্যান্ডে। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দেবাংশু সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থক। এদিন উত্তর প্রদেশের ধর্ষিতার জন্য মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে শ্লোগান তোলা হয় বোন তুমি ভালো থেকো। এদিন এই সভায় এসে দেবাংশু বলেন বিজেপি নাকি এ রাজ্যে মহিলাদের উমা বাহিনী তৈরি করছে।
তবে আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে ওই উমা বাহিনীর জন্য আলাদা নিরাপত্তার ব্যাবস্থা করতে কারন বিজেপির মধ্যেই মেয়েরা সবচেয়ে বেশি অনিরাপদ। কারন তাদের কত কুকীর্তি রোজ সামনে আসে। অন্যদিকে বিজেপির পাশাপাশি সিপিএম কেও কটাক্ষ করলেন দেবাংশু। তিনি বলেন লাল রং ফিকে হয়ে গেরুয়া হয়ে গেছে একটাই লাঠিতে একই পতাকা শুধু লাল ফিকে হয়ে হয়েছে। মানুষ যত তৃণমূল কে ভোট দিয়েছে তত লাল পতাকা তুলে তুলে আছার দিয়েছে আর তাতেই রঙ গেরুয়া হয়েছে।