হুগলি , ৩ অক্টোবর:- উত্তরপ্রদেশের হাতরসে যেভাবে দলিল যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারাদেশ। অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকার এই ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। তার প্রতিবাদে এদিন হুগলি শেওড়াফুলতে নাটকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয়। এদিন সন্ধ্যায় বেশ কয়েক হাজার প্রতিবাদী মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। স্থানীয় 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরসদস্য এবং পুরপ্রশাসক সুবীর ঘোষের নেতৃত্বে এই প্রতিবাদ সভায় মোমবাতি প্রজ্জলিত করে মৃত দলিত মহিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ বিষয়ে বলতে গিয়ে সুবীরবাবু জানান বিজেপির শাসনকালে সারাদেশ জুড়ে অরাজকতা চলছে।
সংখ্যালঘু দলিত পিছিয়ে পড়া মানুষদের প্রতি ব্যবহার করা হচ্ছে অমানবিক আচরণ। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এবং যে পাশবিক অত্যাচার শুরু হয়েছে তার কোন সমাধান করতে পারছেনা মোদি সরকার। দেশের মানুষ আজ অসহায় তার বিরুদ্ধে ধীরে ধীরে জনগণ গর্জে উঠছে। আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি ডাক দিয়েছেন এই ঘটনার প্রতিবাদে সকলকে সামিল হবার জন্য। তাই আমরা আজকে এখানে মোমবাতি প্রজ্বলিত করে সেই অসহায় মেয়েটির প্রতি শ্রদ্ধা জানালাম, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যে আন্দোলনের ডাক দিয়েছছেন এই নক্কার জনক ঘটনার তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলনে সামিল হবো