এই মুহূর্তে কলকাতা

যাত্রীদের জন্য আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে।

কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে সুখবর সেক্টর ফাইভের তথ্যপর্যুক্তি কর্মী সহ শহরের মেট্রো যাত্রীদের জন্য। আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে তাদের জন্য। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভের প্রথম স্টেশন হিসাবে ফুলবাগান আগামীকাল চালু হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল পদ্ধতিতে স্টেশনের উদ্বোধন করবেন বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। আগামী সোমবার থেকে এই স্টেশনটি বাণিজ্যিকভাবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য ১৬ দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের প্রথম পর্যায়ে ভূপৃষ্ঠের উপরের অংশটি গত ১৩ই ফেব্রুয়ারি চালু হয়েছিল। এবার থেকে ফুলবাগান থেকে মাত্র ১৬ মিনিটে তারা পৌঁছে যেতে পারবেন বিধান নগরের তথ্যপ্রযুক্তি শিল্প তালুকে। ওই দূরত্বে যাত্রীপিছু ভাড়া পড়বে ২০ টাকা।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৪০ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া এই সস্টেশনটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী। ফুলবাগান স্টেশনে প্রবেশ প্রস্থানের তিনটি পথ। পাশাপাশি থাকছে তিন জোড়া চওড়া সিঁড়ি। একইভাবে থাকছে আধুনিক এসকালেটর ও লিফট, বাহারি উজ্জ্বল আলো, ডিজিটাল বোর্ড, স্মার্ট গেট-সহ অত্যাধুনিক বিভিন্ন পরিষেবা। গত ১৩ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত প্রথম পর্যায়ের মেট্রো পরিষেবা চালু হয়েছে। কিন্তু যাত্রীর অভাবে এই সীমিত রুট এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি। কর্তৃপক্ষের আশা, মেট্রো পরিষেবা ফুলবাগান পর্যন্ত সম্প্রসারিত হলে এই রুটটি জনপ্রিয় হয়ে উঠবে। কারণ, ফুলবাগান থেকে সামান্য দূরেই শিয়ালদহ। স্বভাবতই বিরাট সংখ্যক ট্রেনযাত্রী সল্টলেক কিংবা সেক্টর ফাইভ পৌঁছতে মেট্রোকেই বেছে নেবেন।