স্পোর্টস ডেস্ক , ২৮ সেপ্টেম্বর:- রাহুল দ্রাবিড়, কেএল রাহুল এর পর আগামী দিনের জন্য ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করতে এ যেন আর এক নয়া রাহুলকে খুঁজে পেল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় হাইভোল্টেজ আইপিএল -কে আরও জমিয়ে দিলেন হরিয়ানার ২৭ বছরের তরুণ তুর্কী রাহুল তেওয়াটিয়া। এর আগে ছয় বলে ছয়টি ছয় মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। আর রবিবার শারজাতে কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেলের কার্যত রাতের ঘুম উড়িয়ে দিলেন রাহুল। একের পর এক বলে ছয়ের বিস্ফোরন ঘটালেন তিনি। এক ওভারে ছয় বলে পাঁচটি ছয় মেরে চমকে দিলেন। আর একটি ছয় মারলেই যুবিকে ছুঁয়ে ফেলতেন এই হরিয়ানার হিটার। তবে রবিবারের শারজায় এক টানটান উত্তেজনায় ভরা হাইস্কোরিং ম্যাচ দেখে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা।
প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাবের ২ উইকেটে ২২৩ রানের পাহাড় প্রমাণ রানের সামনে বুক চিতিয়ে লড়াই করলেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন ও রাহুল তেওয়াটিয়া। ২৭ বলে দুরন্ত ৫০ রান করেন স্মিথ। স্মিথ আউট হওয়ার পর রানের গতি একটু কমে যাওয়ার অনেকেই ভাবছিলেন ম্যাচ বোধহয় চলে গেল পঞ্জাবের কোটে। কিন্তু সঞ্জু ও রাহুলের ঝড়ে আবার ম্যাচ কামব্যাক করে রাজস্থান রয়্যালসের দিকে। ৮৫ রান করেন সঞ্জু স্যামসন ও ৩১ বলে ৫৩ রান করেন তেওয়াটিয়া। ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। আইপিএল এ পর-পর দুই ম্যাচে অপরাজিত স্মিথের দল। অন্যদিকে রবিবার পঞ্জাবের মায়াঙ্ক আগরওয়াল এর অসাধারণ একটি সেঞ্চুরি কোনও কাজেই লাগল না। অধিনায়ক কেএল রাহুল এর ব্যাট থেকে আসা ৬৯ রানও চাপা পড়ে গেল নয়া রাহুলের আবির্ভাবে।