এই মুহূর্তে কলকাতা

পথশ্রী অভিযান নামে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সূচনা করবেন উত্তরবঙ্গ সফরকালে।


কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সড়ক সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তলায় এনে পথশ্রী অভিযান নামে একটি নতুন প্রকল্প তৈরি করছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সড়ক নির্মাণ এবং তার সংস্কারের কাজে গতি আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে সমস্ত সড়ক নির্মাণ প্রকল্পকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার থেকে নতুন তৈরি হওয়া বা সংস্কার হওয়া রাস্তায় এই প্রকল্পের নামে বোর্ড বসানো হবে। যেখানে প্রকল্প তৈরীর খরচ সহ বিভিন্ন খুঁটিনাটির উল্লেখ থাকবে।

গতকাল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বাংলা গ্রামীণ সড়ক যোজনা সহ সড়ক নির্মাণের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার জেলাশাসক দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেখানে পুজোর আগে রাজ্যের সমস্ত সড়কের সংস্কারের কাজ সেরে ফেলার ওপর জোর দেওয়া হয়েছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী এই বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে গ্রামীণ সড়ক যোজনা হাল-হকিকত নিয়েও আলোচনা হয়।চলতি আর্থিক বছরে ওই প্রকল্পের আওতায় দুই হাজার কিলোমিটার রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে , যার মধ্যে বিভিন্ন জেলায় ৪০০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।