এই মুহূর্তে জেলা

মোবাইলের সিম 4G তে পরিবর্তন করার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণা !

হুগলি , ২৬ সেপ্টেম্বর:- মোবাইলের সিম 4G তে পরিবর্তন করার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণা!দু’মাস পর মালুম পেলেন প্রতারিত ব্যান্ডেল বালির মোরের বাসিন্দা সঞ্জয় ঘোষ। গত ২২ জুলাই সঞ্জয় বাবুর মোবাইলে একটি ফোন আসে। তাকে বলা হয় তাঁর সিম কার্ড টি 4G তে পরিবর্তন করতে হবে।এর জন্য বিকল্প কোনো মোবাইল নম্বর থাকলে পাঠাতে বলে। সঞ্জয় বাবু তাঁর স্ত্রীর মোবাইল নম্বর দিয়ে দেন। কিছুক্ষন পর তাঁর মোবাইল 4G এ্যাক্টিভেশানের জন্য বন্ধ করে দেওয়া হয়। স্ত্রীর মোবাইলে ফোন আসে ICICI ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে। জিজ্ঞাসা করে ICICI ব্যাঙ্কের কোনো এ্যাকাউন্ট বন্ধ আছে কিনা। সঞ্জয় বাবু বলেন, ব্যাঙ্কে গিয়ে খবর নিয়ে বলতে পারবেন। দুদিন পেরিয়ে গেলেও মোবাইল সিম এ্যাকটিভ না হওয়ায় সঞ্জয় বাবু এলাকার একটি দোকান থেকে আবার মোবাইলটি চালু করেন।

প্রায় দুমাস পর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য ২৫ সেপ্টেম্বর চুঁচুড়া ICICI ব্যাঙ্কে যান সঞ্জয় ঘোষ। সেভিংস এ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে দেখেন কোনো টাকা নেই। সেখান থেকে ১০ লাখ টাকা উধাও।কি ভাবে তাঁর টাকা এ্যাকাউন্ট থেকে গায়েব হল, ব্যাঙ্ক জানায় অন লাইন ট্রানজাকশনের মাধ্যমে টাকা তোলা হয়েছে।সঞ্জয় বাবুর সন্দেহ দু মাস আগের মোবাইলে আসা ফোন, সিম 4G করার গল্পেই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিলো। চুঁচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন প্রতারিত।সঞ্জয় বাবুর মোবাইলে ব্যাঙ্কের অ্যাপ ছিলো। ঘটনার দিন বার বার ফোন করে প্রতারক। কেটে দিলেও ফোন কল অটোমেটিক রিসিভ হয়ে যায়। সঞ্জয় বাবুর অনুমান তার মোবাইল অপারেট করে এ্যাকাউন্ট ফাঁকা করেছে প্রতারক।