এই মুহূর্তে জেলা

বেহাল রিষড়ার বামুনারী রোড , ক্ষোভ স্থানীয়দের।

হুগলি , ১১ সেপ্টেম্বর:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে দিল্লি রোড থেকে রিষড়া স্টেশন যাওয়ার প্রধান রাস্তা বামুনারী রোডটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার এই বেহাল দশায় ক্ষোভ জমেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকলেও কোনো হেলদোল নেই তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের। যদিও জেলাপরিষদ থেকে ৪৫ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার পঞ্চায়েতে জানালেও রাস্তার কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। কংগ্রেস নেতা সাবির আলী জানান যেখানে পঞ্চায়েত সদস্যের জোর বেশি সেই সব এলাকায় কিছু কাজ হলেও বাকি রাস্তার হাল খুবই খারাপ।

শুধুমাত্র কাটমানি নেওয়ার জন্য সেই সব এলাকা ঢালাই করা হয়েছে। পাশাপাশি সেইসব এলাকায় নতুন করে খুঁড়ে চলছে পাইপ লাইন বসানোর কাজ। কিছুটা জায়গায় ঢালাই হলেও কেনো আগে পাইপ লাইনের কাজ হলো না। আগামী দিনে বৃহৎ আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। গাড়ির চালক থেকে এলাকার বাসিন্দাদের রাস্তা নিয়ে ভোগ করতে হচ্ছে নরক যন্ত্রনা। পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধান আইজুল হক জানান কে এম ডাবলু এস এর জলের কাজ চলছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। পুজোর আগেই এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।