হাওড়া , ৩ সেপ্টেম্বর:- বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল বেলুড়ের এক স্কুল ছাত্র। প্রায় ১১ দিন পর তাকে হুগলির ডানকুনিতে একটি চায়ের দোকান থেকে উদ্ধার করা হয়েছে। গত ২৪ আগস্ট বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছিল বেলুড়ের লালাবাবু শায়র রোডে। বৃহস্পতিবার সকালে সূত্র মারফত খবর পেয়ে হুগলির ডানকুনির এক চায়ের দোকান থেকে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া ওই কিশোরকে। বেলুড় বয়েজ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোনু হালদার নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার বেলুড় থানায় অভিযোগ জানিয়েছিলেন। ১১ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে উদ্ধারের পর বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। পরিবার সূত্রে জানা গেছে, সোনু হালদার ( ১২ ) বেলুড় বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ঘটনার সময় ছাত্রের বাবা সুজিত হালদার বাড়িতে ছিলেন না। মা শিখা হালদার কাজে গিয়েছিলেন। বাড়িতে ফিরে জানতে পারেন নিখোঁজের এই ঘটনা।
বাড়ির মালিকের কাছ থেকে বাবা মা জানতে পারেন সোনু বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। তার হাতে একটি প্যাকেট ছিল। এরপর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বেলুড় থানায় জিডিই করা হয়। এরপর এদিন সকালে উদ্ধার হয় ওই ছাত্র। এদিন সকালে সোনুদের বাড়িতে ছুটে যান এলাকার প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক। পরিবার সূত্রে জানা গেছে, এক ব্যক্তির পরামর্শে ছাত্রটি প্রথমে দক্ষিণেশ্বর চলে আসে। তারপর সেখান থেকে হুগলির ডানকুনিতে আসে। সেখানেই তাকে একটি চায়ের দোকানের কাজে লাগিয়ে দেওয়া হয়। এদিকে নিখোঁজের খবর প্রশাসন, মিডিয়া ও সোস্যাল মিডিয়ার মারফত চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সূত্রেই ছেলেটির সন্ধান মেলে। বৃহস্পতিবার তাকে উদ্ধার করা হয়। যে বয়স খেলাধূলা করার সময় সেই বয়সে নিখোঁজ হয়ে গিয়েছিল ছেলেটি। ১১ দিন পর আজকে তাকে পরিবার ফিরে পেয়েছে।