এই মুহূর্তে জেলা

ফের আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা জগাছায়।


হাওড়া , ১ সেপ্টেম্বর:- ছাঁট লোহা ব্যবসায়ীকে কারখানার মধ্যে ঢুকে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল হাওড়ার জগাছায়। সোমবার রাতে ঘটনাটি ঘটে। সশস্ত্র দুষ্কৃতিরা পুলিশের ‘চর’ সন্দেহে এক ব্যক্তির উপর হামলা চালায় বলে অভিযোগ। রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সোমবার রাতের ঘটনায় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত জিতু দত্ত জানান, জগাছা থানায় এক যুবক ক্রিমিনাল কেসে ধরা পড়ে। ধৃত যুবক তার বাবার নাম রূপেশ কর্মকার বলে পুলিশকে জানায়। সে থানায় বাবার ‘মিথ্যা’ নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। জিতুবাবু জানান,

থানার সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় থাকায় পুলিশ সেই কারণেই সোমবার রাতে তাঁকে ফোন করে রূপেশ কর্মকারের বিষয়ে খোঁজ নিতে শুরু করে। এরপর তিনি যখন রূপেশের বাড়িতে গিয়ে ফোনে পুলিশের সঙ্গে রূপেশের কথা বলিয়ে দিচ্ছিলেন তখনই শঙ্কর ও রিকু নামের দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে এসে তাঁর উপর হামলা চালায়। তাঁকে মারধর করে। মুখে ঘুসি চালায়। তারা শাসায় পুলিশের চরবৃত্তি করলে ফল ভালো হবে না। রূপেশ কর্মকারকে টার্গেট করে মারতে এসে দুষ্কৃতিরা তাঁর উপরে হামলা চালায় বলে জিতুবাবু দাবি করেন। রাতে এই ঘটনার পর বস্তির লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। জগাছা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।