এই মুহূর্তে জেলা

কোভিড অতিমারীর প্রকোপেও রাজ্যে সামগ্রিক মৃত্যুহার কমেছে -মুখ্যমন্ত্রী।

নবান্ন , ২৬ আগস্ট:- সামগ্রিক ভাবে তুলনা করলে গত বছরের তুলনায় এই সময় রাজ্যে মৃত্যু সংখ্যা ৫৪১ টি কমেছে। করোনা থেকে আরোগ্যের হারও আশা ব্যঞ্জক ভাবে বাড়ছে জানিয়ে মুখ্যমন্ত্রী করোনা মহামারি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার জন্য রাজ্যবাসীকে পরামর্শ দেন। কোভিড অতিমারীর প্রকোপেও রাজ্যে সামগ্রিক মৃত্যুহার কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন। নবান্নে আজ পরিসংখ্যান উল্লেখ করে তিনি দাবি করেন ২০১৯ সালের পয়লা এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ১ লক্ষ ২০ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছিল। সেখানে চলিতি বছর একই সময় কালের মধ্যে রাজ্যে ১ লক্ষ ১৯ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তার মধ্যে তিনি জানান, রাজ্যের ৩৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা বাবদ মোট ১৮৮২ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জানান, তাজপুরে সমুদ্র বন্দরের কাজ করবে রাজ্য সরকারই। এছাড়াও দিঘায় মুকেশ আম্বানীর জিও একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করার বরাত পেয়েছে। এর আগে চেন্নাই ও মুম্বইয়ে এই ব্যবস্থা ছিল। এবার সেই মানচিত্রে ঢুকে পড়তে চলেছে বাংলাও। এর জেরে রাজ্যের ডেটা ট্রান্সমিশনের ভোল বদল হবে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীবা সিনহা। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি ২০২০ কেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।