এই মুহূর্তে খেলাধুলা

হোটেলের বারান্দায় ফিটনেস চর্চা আরসিবি অধিনায়কের , ভিডিও ভাইরাল ।


স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। সব দলই এখন সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। আরসিবি-ও প্রস্তুতি সারছে।  অধিনায়ক কোহালিও ঝরাচ্ছেন ঘাম। আর সেই ছবিই ফুটে উঠেছে আরসিবি-র পোস্ট করা ভিডিয়োয়। বুধবার ভিডিওটি পোস্ট করে আরসিবি। যাতে দেখা যাচ্ছে হোটেলের ব্যালকনিকেই কার্যত জিম বানিয়ে তুলেছেন তিনি। সেই ভিডিও দেখে বিরাটকে আইপিএল এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে পুশ-আপ, ওজন তোলায় ব্যস্ত বিরাট কোহালি। ফিটনেসের যে আলাদা গুরুত্ব আছে তাঁর কাছে, এটা ক্রিকেটবিশ্বে কারওর অজানা নয়। কোহালিকে প্রায়ই দেখা যায় জিমের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। এই ভিডিয়ো তাঁর ফিটনেস-প্রেমেরই উদাহরণ হয়ে থাকছে। আইপিএল এ বার অধিনায়ক কোহালির কাছে বাড়তি চ্যালেঞ্জের। এখনও পর্যন্ত আইপিএলে এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। যার ফলে প্রশ্নের মুখে পড়ছে তাঁর নেতৃত্ব। যদিও আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা অধিনায়ক হিসেবে কোহালির উপরেই আস্থা রাখার কথা বলেছেন।