এই মুহূর্তে জেলা

ছাঁট লোহার (বাবরি) ব্যবসা নিয়ে হাওড়ার জগাছায় চলল গুলি।

হাওড়া , ২৫ আগস্ট:- ছাঁট লোহার (বাবরি) ব্যবসা নিয়ে হাওড়ায় চলল গুলি। মঙ্গলবার হাওড়ার ইছাপুর এলাকার ঘটনা। সুনীল ভৌমিক এক বাবরি ব্যবসায়ীকে তার গোলার মধ্যেই গুলি চালায় দুষ্কৃতিরা। টাকা আদায়ের জন্যই তাকে গুলি চালানো হয় বলে জানা গেছে। এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে জগাছা থানার পুলিশ ও গোয়েন্দারা।একসময় এই এলাকায় বাবরি ব্যবসা নিয়ে প্রায়ই গন্ডগোল হত। পুলিশ জানিয়েছে, কি কারণে ঘটনা ওই ব্যবসায়ীও ঠিকমতো বলতে পারেননি। এদিকে, ওই ব্যবসায়ীর দাদা অনিল ভৌমিক জানান, সুনীল যখন গোলায় বসেছিল তখন কয়েকজন দুষ্কৃতি এসে গুলি চালায়। পরপর দুটি গুলি ছোড়ে সুনীলকে লক্ষ্য করে।

একটি গুলি তার পেট এবং আর একটি বুক ছুয়ে চলে যায়। দুষ্কৃতিরা স্থানীয় বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান দুষ্কৃতিরা দুটি গুলি ছোঁড়ে। তারা হেঁটে এসেছিল। পালাবার সময় একজনকে রিভলবার দেখিয়ে তাঁর বাইক নিয়ে পালায়। পয়সা দেয়নি বলে সুনীলকে গুলি করে বলে দাবি তাঁর। ব্যবসায়ী সুনীল ভৌমিক বলেন, কারখানায় কাজ করছিলাম। ২জন দুষ্কৃতি ভিতরে ঢুকে গুলি চালাল। কি কারণ বুঝতে পারিনি। এরা স্থানীয় একটি ক্লাবের সদস্য। এদিকে, এদিন ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল হয়।