এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে নীট ও জেইই পরীক্ষা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী ।

নবান্ন , ২৫ আগস্ট:- করোনা পরিস্থিতিতে নীট ও জেইই পরীক্ষা স্থগিত করার জন্য মঙ্গলবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা। মঙ্গলবার মোদীকে পাঠানো চিঠিতে মমতা জানান, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই চিঠিতে তাঁরা উদ্বিগ্ন। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এই দুটি পরীক্ষা আয়োজন এর জন্য এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান, পরীক্ষার্থীদের স্বার্থে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে এই সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানাক।

তাহলে ছাত্রছাত্রীরা মানসিক উদ্বেগ থেকে মুক্তি পাবে। মুখ্যমন্ত্রী বলেন,’ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী তাহলে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের ঝুঁকি থাকবে না।অন্যদিকে তাদের কেরিয়ার নিয়েও কোনো ঝুঁকির সম্মুখীন হতে হবে না।’ যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ এই পরীক্ষাগুলি স্থগিত করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।চিঠিতে তিনি লিখেছেন, অতিমারীর ফলে দেশে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দেয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। উল্লেখ্য এর আগে কলেজ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা স্থগিত করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।