কলকাতা, ১৩ ডিসেম্বর:- বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। মৃত দের পরিবারের পাশে থাকতে এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসককে রেলের সঙ্গে সমন্বয় সাধন করে উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
ওই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত ২০ জনেরও বেশি মানুষ। উদ্ধারকাজের জন্য ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালকে সমস্ত ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব অর্থপেডিক বিভাগকে সজাগ থাকার কথাও বলেছেন।