এই মুহূর্তে জেলা

মুগডালে ভারত এঁকে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এ নাম তুললেন উত্তরপাড়া বিদিশা।

হুগলি , ২৩ আগস্ট:- উত্তরপাড়ার ২ নং মাখলা মাকাল তলার বাসিন্দা বিদিশা মন্ডলের মুগের ডালের উপর ভারতের ম্যাপ (সাইজ 2.5mm) “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” -এ জায়গা করে নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম কমের ছাত্রী বিদিশার রং, তুলির প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। সে ছোটো ছোটো জিনিসের উপর নানা ছবি ফুটিয়ে তুলতে পারে অনায়াসে।মটর ডালে নেতাজী ছোলার ডালে স্বামীজী এছাড়া গান্ধীজী থেকে ইন্দিরা, অমিতাভ থেকে কিশোর কুমার, রবীন্দ্রনাথ থেকে রামমোহন,নজরুল, আলপিন দিয়ে সুশান্ত সিং রাজপুতের পোট্রেট ফুটিয়ে তুলতে তাকে খুব একটা বেগ পেতে হয়না।দেশলাই কাঠির বারুদে ছবি,তেরঙ্গা অথবা গাছের পাতায় ফুলের পাপড়িতে আব্দুল কালাম,

থার্মোকলের গেলাসে বিশ্বের আশ্চর্য নিদর্শন নিপুন ভাবে ফুটিয়ে তোলেন বিদিশা। যা এতোদিন কেবল ঘরের মধ্যে আর সোশাল মিডিয়াতেই আটকে ছিল। কিন্তু সেই গন্ডি পেরিয়ে যখন আজ নিজের রং, তুলির ছোঁয়া জায়গা করে নেয় ‘Indian Book of Records’ এ তখন সে এক আলাদা অনুভূতি।এই প্রাপ্তি বিদিশার পরিবারের কাছেও খুবই গর্বের। বিদিশার বাবা পরিক্ষিত মন্ডল হিন্দমোটরের কর্মি ছিলেন। কারখানা বন্ধ হয়ে যাবার পর সব্জির ব্যবসা শুরু করেন। এরপর নানা আর্থিক প্রতিকূলতা আসা সত্ত্বেও তিনি তাঁর দুই মেয়ের পড়াশোনা চালিয়ে গেছেন, এমনকি বর্তমানে মেয়েকে উচ্চ শিক্ষিত করার জন্য বিশ্ব বিদ্যালয়ে পড়াচ্ছেন। এর মধ্যেই বড় মেয়ের এই সাফল্য তাকে গর্বিত করেছে।