এই মুহূর্তে জেলা

আমফানের পর বিদ্যাধরী নদীর বাঁধ ভাঙ্গলো , বিস্তীর্ণ এলাকা প্লাবিত।


উঃ২৪পরগনা , ২০ আগস্ট:- বসিরহাট মহাকুমার মিনাখা ব্লকের বাছড়ামোহনপুর গ্রাম পঞ্চায়েতের হরিনুলা গ্রামের ঘটনা । প্রায় ৫০ ফুট বিদ্যাধরী নদীর বাঁধ আচমকাই ভেঙে যায় , যার ফলে। হরিনুলা ,বাছড়া , মোহনপুর সহ বেশকিছু গ্রামে নোনা জল ঢুকছে । কি কারনে বাঁধ ভাঙলো বুঝে উঠতে পারছেনা গ্রামবাসীরা । আমফানের সময় একই জায়গায় বিদ্যাধরী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গিয়েছিল । তার ওপরে বেশ কিছুদিন ধরে ব্লক প্রশাসনের ও সেচদপ্তর বাধ মেরামতি করে গেছেন । তারপরে আবার নতুন করে এই বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে আশঙ্কার কালো মেঘ দেখছে গ্রামের মানুষ । বেশ কয়েকটি গ্রামের কয়েক’শ গ্রামবাসী ।

বর্ষাকাল শুরু হয়েছে একদিকে আকাশের বৃষ্টি অন্যদিকে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় চিন্তায় কপালে ভাঁজ পড়েছে গ্রামবাসীদের । এখনো আম্পানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের চোখেমুখে আতঙ্কের ছাপ , তার পরে এই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ চাষের জমিতে নোনা জল ঢুকে একদিকে ফসলের ক্ষতি । অন্যদিকে মেছো ঘেড়িতে নোনা জল ঢুকে ব্যাপক মাছ চাষের ক্ষতি হচ্ছে সব মিলিয়ে আম্পানের দুর্যোগ কাটিয়ে যখন একটু একটু স্বাভাবিকের পথে এগোচ্ছিলো , সুন্দরবনের মিনাখা ব্লকের মানুষ ।আবার নতুন করে বাধ ভাঙ্গায় রাতের ঘুম কেড়েছে বিস্তীর্ণ অঞ্চলের মানুষের । ঘটনাস্থলে পঞ্চায়েত সেচ দপ্তর ও বিডিও প্রতিনিধিরা গিয়েছেন যাতে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করা যায় । তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন।