এই মুহূর্তে জেলা

স্বাধীনতার দিনেই রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মী।


হুগলি , ১৫ আগস্ট:- ১৫ আগষ্টের দিন বিজেপি তৃনমূল সংঘর্ষে নিহত বিজেপি কর্মী । বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনা হুগলীর খানাকুল ২ ব্লকের নতিবপুর এলাকায় । নিহত বিজেপি কর্মীর নাম সুূদাম প্রমানিক । ঘটনা এদিন সকাল হতেই ওই এলাকায় কিছু বিজেপি কর্মী সমর্থকেরা স্বাধীনতা দিবস পালিত করতে জরো হয় । পতাকা উত্তোলন করার সময় বেশ কিছু তৃনমূল কর্মী সমর্থকেরা এসে বিজেপি কর্মীদের উপর চরাও হয় , পরে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে । সুদাম প্রমানিককে বেধরক মারধোর করলে তাকে গুরতর জখম অবস্থায় নতিবপুর গ্রামিন হাসপাতালে পাঠানোর সময় মৃত্যু হয় । এরপরই এলাকাজুরে উত্তেজনা ছরায়।ঘটনাস্থলে খানাকুল থানা বিশাল পুলিশবাহিনি।