এই মুহূর্তে জেলা

বারাসাতে নাগরিক পরিসেবা নিয়ে উঠছে প্রশ্ন।

উঃ২৪পরগনা , ১৩ আগস্ট:- বারাসাতে নাগরিক অসুবিধা চরমে । একাধিক জায়গায় প্রকাশ্য রাস্তায় একপাশে জঞ্জাল জমা হয়ে আছে , অন্য পাশে রাস্তার গর্ত খোলা ম্যানহোলের চেয়েও ভয়াবহ ভাবে প্রকান্ড হাঁ নিয়ে উন্মুক্ত । গর্তে হামেশাই পড়ছেন মানুষ । দুদিকে জাতীয় সড়ক আর পাশে ফ্লাইওভার । করোনা আবহে জমা আবর্জনা অস্বস্তি বাড়াচ্ছে পথচলতি মানুষের। সরে হাঁটার উপায় নেই । অন্য দিকে মেন ড্রেন খোলা অবস্থায় মানুষকে গ্রাস করার জন্য প্রস্তুত । ম্যানহোল সদৃশ গহ্বরের বিভীষিকা দেখে থরহরি কম্প জনতার। কিন্তু বিরোধীরা জেলা সদরের এই হালে প্রতিবাদ মুখর হলেও বিজেপি বারাসাত জেলা সভাপতি শংকর চ্যাটার্জীর বক্তব্যে পরিষ্কার বিরোধীরা সে অর্থে কার্যকরী বিরোধিতার রাস্তায় হাঁটেন নি ।

ফলে পোয়াবারো বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর । যতদূর শহরের কঙ্কালের দিকে গণ মাধ্যমের ক্যামেরার লেন্স পৌছায় সেটুকুর প্রতিবিধান আর সুরাহা করেন। সময় নিয়ে প্রতিশ্রুতি দেন । বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক সুনীল মুখার্জী যেমন কিছুটা দ্বিধা নিয়ে জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংস বিচার করেন। কোন রাস্তায় ক্ষত আর তা পৌরসভা নাকি সি পি ডব্লু ডির এলাকাভুক্ত বিচার করেন । সর্বশেষে আধিকারিকদের জুরুরী ভিত্তিতে রাস্তা সারাইয়ের নির্দেশ দেন। শহরের প্রাণকেন্দ্রে গুরত্বপূর্ণ স্থানে রাস্তার আবর্জনা ও ক্ষতমুখ সারবে কিনা বলবে সময় কিন্তু অসুস্থতা বা বড় চোট আঘাতের আশংকা নিয়ে পথ চলতি মানুষ চাইছেন পৌর সংস্কার।।