স্পোর্টস ডেস্ক , ১১ আগস্ট:- এক মহিলা পুলিশ কনস্টেবলের সঙ্গে বচসায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা । জানা গিয়েছে , মাস্ক পরা নিয়ে এক মহিলা কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর । রাজকোটের কিষাণপাড়া চোকে রাত ৯টা নাগাদ রাস্তায় জাদেজার গাড়ি দাঁড় করান সোনাল গোসাই নামের ওই মহিলা কনস্টেবল । গাড়িতে ছিলেন জাদেজার স্ত্রী রিভাবাও । সোনাল দেখেন , তাঁদের মুখে মাস্ক নেই । জিজ্ঞেস করেন , মুখে মাস্ক বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেন তাঁরা এভাবে ঘুরছেন ? এর জন্য তাঁদের জরিমানা করা হয়। এমনকী জাদেজার লাইসেন্সও দেখতে চান সোনাল । আর তাতেই মেজাজ হারান ভারতীয় তারকা।
এরপরই দুই পক্ষ বচসায় জড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের কাছে ওই কনস্টেবলের বিরুদ্ধে নালিশও করেন জাদেজা। জানান , তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। যদিও ঘটনায় কোনও পক্ষই লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি । এই ঘটনায় মানসিকভাবে চাপ বোধ করায় হাসপাতালে ভরতি হন সোনাল । ডেপুটি কমিশনার মনোহর সিং জাদেজা জানান , জাদেজা ও সোনাল পরস্পরের দিকে আঙুল তুলছিলেন । একে-অপরের সঙ্গে খারাপ ব্যবহারও করেন । তবে কেউই লিখিত অভিযোগ জানাননি। “আমরা জানতে পেরেছি , জাদেজার মুখে মাস্ক ছিল । তবে তাঁর স্ত্রী মাস্ক ছাড়াই ছিলেন কি না , তা খতিয়ে দেখা হচ্ছে ।”