এই মুহূর্তে কলকাতা

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে টেলিফোনে বাংলার শিক্ষা পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার।

কলকাতা, ১৫ জানুয়ারি:- চলতি কোভিড় পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশুনায় সহায়তা করতে রাজ্য সরকার আরও এক দফায় টেলিফোনে বাংলার শিক্ষা পরিষেবা চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে এই পরিষেবা চালু হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা দুটো থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফোন করে পাঠক্রমের বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সহায়তা পাবেন। রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই এই পরিষেবা চালু থাকবে। এই জন্য ১৮০০১২৩২৮২৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষে আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসা পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের ফরম পূরণের সময়সীমা বাইশে জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।