এই মুহূর্তে জেলা

আব্বাস সিদ্দিকীর ওপর হামলার প্রতিবাদে হাওড়া ও হুগলির বেশ কিছু জায়গায় অবরোধ।

চিরঞ্জিত ঘোষ , ১০ আগস্ট:- দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে আব্বাস সিদ্দিকীর ওপর হামলার প্রতিবাদে অবরোধ কোনা এক্সপ্রেসওয়ে । আজ বেলা ২:৩০ নাগাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাততের পক্ষ থেকে অবরোধ করে হয় এই গুরুত্বপূর্ণ রাস্তা । এর পাশাপাশি আলমপুর মোড় , গরপা মোড় , সন্তোষপুর সহ হাওড়ার একাধিক জায়গায় সংগঠনের পক্ষ থেকে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়। অবরোধকারীদের অভিযোগ, ক্যানিং এর তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালানো হয় আব্বাস সিদ্দিকীর গাড়ির উপরে ।

অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । দ্রুত প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে । এদিকে , কোনা এক্সপ্রেসওয়েতে অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। ব্যাপক যানজটের সৃষ্টি হয় কোন এক্সপ্রেসওয়ের দুই লেনেই । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া পুলিশের জগাছা থানা । পুলিশি হস্তক্ষেপে ও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে । পাশাপাশি হুগলি জেলায় ডানকুনি সহ বেশ কিছু জায়গায় একই চিত্র ধরা পড়লো । ডানকুনির দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ তার সমর্থকদের । ঘন্টা খানেকের বেশী সময় ধরে চলছে অবরোধ । বন্ধ সমস্ত গাড়ী চলাচল।