সৌরভ রায় , ৯ আগস্ট:- প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে ম্যাচের রাশ প্রায় নিজেদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল পাকিস্তান । আর প্রথম ইনিংসে ইংরেজদের তাসের ঘরের মতো ভেঙে যাওয়া দেখে মনে হচ্ছিল জয় নিশ্চিত আজহার আলির দলের । তবে দ্বিতীয় ইনিংসে মনে হল অতি আত্মবিশ্বাসী মানসিকতাই হারের কারণ হয়ে দাঁড়াল পাকিস্তানের । প্রথম ইনিংসে ৩২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানেই অলআউট হয়ে যায় তারা । একটু ধরে ব্যাটিং করে আরও ১৫০ রান যোগ করতে পারলে হয়ত ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারত । কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জন্য মাত্র টার্গেট ছিল ২৭৭ রান । হাতে ছিল দুইদিন । ফলে কোনও রকম ব্যস্ততা না দেখিয়ে ধীর গতিতে খেলে চতুর্থ দিনেই ৩ উইকেটে টেস্ট জিতে নিল জো রুটের দল । তবে এদিনও ১১৭ রানের মধ্যে প্রথম ৫ উইকেট খুঁইয়ে ফের দেওয়ালে পিঠ ঠেকে যায় ব্রিটিশদের ।
তখন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের ম্যাচ জয়ের ক্ষীন সম্ভাবনা প্রবল করে তুলেছেন মহম্মদ আব্বাস, ইয়াসির শাহরা । কিন্তু পাকিস্তানের সম্ভাবনায় যেন হঠাতই ঢাল হয়ে দাঁড়ালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জোস বাটলার এবং অল-রাউন্ডার ক্রিস ওকস । বাটলার ও ওকস জুটির দুরন্ত লড়াইয়ে ভর করে জয় নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড । ১০১ বলে ৭৫ রান করেন বাটলার। অন্যদিকে ৮৪ রানে অপরাজিত থেকে দেশকে জয়ী করেই মাঠ ছাড়লেন অন্যতম তারকা ওকস। ৭ উইকেট হারিয়ে জিতে নেয় ইংরেজরা। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন ইয়াসির শাহ । দুই ইনিংসে ভালো ব্যাটিং করার পাশাপাশি চারটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অল-রাউন্ডার ক্রিস ওকস । ১৩ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তবে প্রথম টেস্ট জিতে মনোবল এখন তুঙ্গে ইংরেজদের।