এই মুহূর্তে খেলাধুলা

মাসুদের দাপটে এগিয়ে পাকিস্তান , চার উইকেট হারিয়ে চাপে রুটের দল।


সৌরভ রায় , ৭ আগস্ট:- ২৪ ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় একটা কথা আলোচনা হচ্ছিল পাকিস্তানের ব্যাটিং এর এখন একমাত্র ভরসা বাবর আজম । পাক স্কোর বোর্ডে বড় টার্গেট দাঁড় করাতে হলে বড় ভূমিকা নিতে হবে বাবরকে। তবে কথাটা যে একেবারেই যথার্থ নয় তা প্রমাণ করে দিলেন পাক ওপেনার শান মাসুদ। দ্বিতীয় দিনের শুরুতেই ৬৯ রানেই আউট হয়ে ফিরে যান বাবর । এরপর দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মাসুদ । প্রায় দুদিন ধরে লড়াই করে ময়দানে একাই রাজ করলেন শান মাসুদ । হাফসেঞ্চুরি, সেঞ্চুরি অতিক্রম করে দেড়শো রানের গন্ডি পার করে তিনি গিয়ে থামলেন ব্যক্তিগত ১৫৬ রানে । তাঁর এই বর্ণময় ইনিংসে ছিল ১৮টি চার ও ২টি ছয় ।

৩২৬ রানে এদিন অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলিং আক্রমণ সামলাতে কার্যত দিশেহারা হয়ে যায় ইংরেজরা । শুরুতেই শাহিন আফ্রিদি , মহম্মদ আব্বাস , নাসিম শেখদের দুরন্ত বোলিং এর সামনে দ্রুত আউট হয়ে ফিরে যান বার্ন , সিবলে , রুট , স্টোকসরা । ইংল্যান্ডের ব্যাটিং দেখে একটা সময় মনে হচ্ছিল হয়ত ১০০ রানও পার করতে পারবে না জো রুট অ্যান্ড কোম্পানি। যদিও এরপর রান তোলার কিছুটা চেষ্টা চালিয়ে যান ওলি পপ ও বাটলার। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেট হারিয়ে ৯২।