নদীয়া , ৫ আগস্ট:- লকডাউন তোয়াক্কা না করে সামাজিক নিয়ম ভেঙে রাম মন্দিরের উদ্বোধন । বুধবার নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া স্টেশনপাড়া এলাকায় রাম মন্দির উদ্বোধন হলো । চললো লাড্ডু বিতরণ এবং খাওয়া-দাওয়ার আয়োজন । প্রশাসনের নেই কোনো হেলদোল । উল্লেখ্য , করোনা সংক্রমণ রুখতে নতুন করে লকডাউন এর দিন ঘোষণা করেছে রাজ্য সরকার । সেইমতো আগস্ট মাসের প্রথম লকডাউন ছিল বুধবার । তবে অন্যান্য দিনগুলির থেকে আলাদা ছিল আজকের এই লকডাউন টি । বেশ কয়েকদিন ধরে বুধবার লকডাউন ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । যেহেতু বুধবার অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিস্থাপন হবে সেই কারণে বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ করা হয়েছে রাজনৈতিক কারণেই আজকের দিনটিকে লকডাউন হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার ।
বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল লকডাউন না তুলে নিলে আজকের দিনটিকে তারা লকডাউন অমান্য করেই রামের পুজো করতে রাস্তায় বেরিয়ে পড়বেন । মূলত সেই ছবি ধরা পরল নদীয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকায় । সকাল থেকেই জাকজমকভাবে চলল পূজার অনুষ্ঠান । উদ্বোধন হলো নতুন রাম মন্দিরের । যদিও উদ্যোক্তাদের দাবি , লকডাউন এর কারণেই তারা বেশি অনুষ্ঠান করতে পারেনি । যেহেতু আজকের দিনটি শুভ দিন কারণ অযোধ্যার রাম মন্দিরের ভিত্তি স্থাপন হচ্ছে । মূলত সেই কারণে এই দিনটিকে বেছে নিয়েছেন তারা । অন্যান্য দিন লক ডাউনে প্রশাসনের ভূমিকা যেভাবে চোখে পড়ে এদিন একদম অন্যরকম ভূমিকা ছিল প্রশাসনের । প্রশাসনের নাকের ডগায় এইভাবে লকডাউন উপেক্ষা করে অনুষ্ঠান করলেও তারা কার্যত ছিল ঠুঁটো জগন্নাথ হয়ে।