হাওড়া, ২২ সেপ্টেম্বর:- ট্রেড লাইসেন্স করতে গিয়ে বিপাকে পড়লেন হাওড়ার এক যুবক। অভিযোগ, তাঁর অজান্তেই তাঁর ভোটার কার্ড, প্যান কার্ড ব্যবহার করে খোলা হয়েছিল একটি কোম্পানি। খোলা হয় দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। অভিযোগের তীর এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে। ভুয়ো কোম্পানি খুলে বছরে প্রায় কয়েক কোটি টাকা লেনদেন হয় বলে অভিযোগ। প্রচুর টাকার মুনাফা হয় বলে অভিযোগ।
যার নামে কোম্পানি তিনি নিজেও জানতেন না এই ব্যাপারে। এই অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে। বুধবার নরেন্দ্রপুর থেকে গ্রেফতার হন ওই ব্যক্তি। এর আগেও বেলতলা থানা তাকে আরো একটি প্রতারণা মামলায় গ্রেফতার করেছিল বলে জানা গেছে। সেই ঘটনায় এর আগে তাঁর লাইসেন্স বাতিলও করা হয়েছিল। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।