সৌরভ রায় , ৫ আগস্ট:- তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সুপার লিগের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও , তৃতীয় একদিনের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করে এক অসাধারণ খেলা উপহার দিল আইরিশরা । বিশ্ব চ্যাম্পিয়ন ইংরেজদের বিরুদ্ধে বড় রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয় ছিনিয়ে নিল আয়ারল্যান্ড । এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড । ব্যাটিং করতে নেমে এদিন রীতিমতো ঝড় তুলেছিলেন ইংলিশ তারকা মরগ্যান ও টম ব্যান্টন। মরগ্যান ১০৬ রানের এক দুরন্ত ইনিংস খেলেন। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ব্যান্টন হাফ সেঞ্চুরি করেন । তিনি দলের স্কোর বোর্ডে ৫৮ রান যোগ করেন । যদিও এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৪ রানেই তিনটি উইকেট হারায় ইংল্যান্ড।
কিন্তু এরপরই ম্যাচের রাশ ধরে নেন মরগ্যান এবং টম ব্যান্টন। দুজনে মিলে ১৫৬ রানের জুটি গড়েন। পাশাপাশি ইনিংসের শেষ ভাগে ৫১ রান যোগ করেন উইলি। ৩২৮ রানে ইনিংসের সমাপ্তি হয় ইংরেজদের । জবাবে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নির জোড়া শতরানে ভর করে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ১২৮ বলে ১৪২ রান করেন । অন্যদিকে অ্যান্ডি বালবার্নি ১১২ বলে ১১৩ রান করেন । ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করে ১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে আইরিশরা । বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের কিছুটা প্রমাণ করার চেষ্টা করল আয়ারল্যান্ড । ম্যান অব দ্যা ম্যাচ হন পল স্টার্লিং । পাশাপাশি ম্যান অব দ্যা সিরিজ হন ইংল্যান্ডের ডেভিড উইলি।