এই মুহূর্তে খেলাধুলা

বিদায় ফুটবল ! স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়কের অবসর ৷


স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১০ বিশ্বকাপে ক্যাসিয়াসের হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন৷ ক্যাসিয়াসের হাত ধরেই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পায় স্পেন৷ দেশকে বিশ্বকাপ দেওয়ার পাশাপাশি কেরিয়ারে অসংখ ট্রফি জিতেছেন এই স্প্যানিশ গোলারক্ষক৷ এছাড়াও তাঁর কেরিয়ারে দু’বার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন ক্যাসিয়াস৷ মঙ্গলবার টুইটারে তাঁর অবসরের কথা জানান ৩৯ বছর বয়সি স্প্যানিশ তারকা৷ হার্টের সমস্যায় এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন৷ শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

রিয়াল মাদ্রিদের ৭০০ টিরও বেশি ম্যাচ খেলা নিজের অবসর নিয়ে এদিন জানান, ‘আজ আমার ক্রীড়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন দিন৷ বিদায় নেওয়ার সময় এসেছে৷’ ক্যাসিয়াস ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পর পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন৷ জুলাই মাসে পোর্তোর সঙ্গে তাঁর পাঁচ বছরের চুক্তি শেষ হয়৷ তবে গত বছরের মে মাসে হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে মাঠে নামতে পারেননি৷