স্পোর্টস ডেস্ক , ৩ আগস্ট:- আইপিএল শুরুর দিন ঘোষণা হতেই এবার ঘরোয়া ক্রিকেট শুরুর ছাড়পত্র দিয়ে দিল বিসিসিআই। অনুশীলন ও অন্যান্য ক্রিকেটীয় কার্যকলাপ পুনরায় শুরু করতে পারবে রাজ্য ক্রিকেট সংস্থা গুলি ৷ তবে কিছু বিধিনিষেধ মেনে ৷ এর জন্য SOP জারি করল বিসিসিআই। যদিও এর জন্য রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলিকে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়ে নেওয়ার কথা বলেছে বোর্ড৷ জারি করা সেই 100 পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ( SOP )-এ রাজ্য সংস্থাগুলিকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেগুলি হল-
১, মেডিকেল স্টাফসহ একজিন চিফ মেডিকেল অফিসার নিয়োগ করতে হবে ৷ যাঁরা অনুশীলন ও ম্যাচ চলাকালীন জৈব সুরক্ষা নির্দেশিকা মেনে কাজ করবেন ৷
২, অনুশীলন বা অন্যান্য ক্রিকেটীয় কার্যকলাপ শুরুর আগে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়ে নিতে হবে ৷
৩,জৈব সুরক্ষিত পরিবেশে ঘরোয়া ক্রিকেট শুরু করার কথা থাকলেও নির্দেশিকা অনুযায়ী অল্প সংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া যাবে ৷ অবশ্যই সেটা COVID-19 প্রোটোকল মেনেই ৷
৪,অনুশীলনে ফেরার আগে প্রতিটি রাজ্য সংস্থার মেডিকেল টিমের কাছে খেলোয়াড় ও স্টাফদের অন্তত দু’সপ্তাহের ট্রাভেল ও মেডিকেল হিস্ট্রি জানাতে হবে ৷ অনলাইনের মাধ্যমেই এই কাজ সম্পন্ন হবে ৷
৫,কোনেও খেলোয়াড় বা স্টাফের মৃদু কোরোনা উপসর্গ দেখা দিলেই PCR টেস্ট করাতে হবে ৷ দু’টি টেস্ট হবে ৷ দু’টি পরীক্ষারই ফল নেগেটিভ এলে তবেই অনুশীলন ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হবে ৷
৬,অ্যাকাডেমি বা হোটেলের জিমন্যাসিয়াম, সুইমিং পুল, স্টিম ও সাউনা ব্যবহার করতে পারবেন না ক্রিকেটার ও স্টাফরা ৷
৭, তবে ষাট বছরের ঊর্ধ্বে থাকা কোনও স্টাফ, আম্পায়ার, গ্রাউন্ড স্টাফকে ক্যাম্পে অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে ৷ এছাড়া ইমিউনিটি কম, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে ৷
তবে বোর্ডের জারি করা এই নিয়মটি ঘিরেই বঙ্গ ক্রিকেটে কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। কারণ কোচ অরুণ লাল শনিবারই ৬৫ বছরে পা দিয়েছেন। বাংলার কোচের পদে তাঁর থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ও ষাটোর্ধ্ব। তিনিও পিচ প্রস্তুতকারক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন কি না প্রশ্ন থাকছে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বিষয়টি শুনেছেন। কিন্তু তিনি নিজে এখনও পরিষ্কার করে কিছু বলেননি। বাংলার কোচ অরুণ লাল দূরারোগ্য ক্যানসারকে হার মানিয়ে মাঠে ফিরেছেন। শেষ বার তাঁর প্রশিক্ষণেই রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে বাংলা। সৌরাষ্ট্রের বিরুদ্ধে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। শনিবার পর্যন্ত ঠিক ছিল, বাংলার প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নেবেন অরুণ নিজে। কিন্তু রবিবারের এই সিদ্ধান্তের পরে অরুণকে কোচ হিসেবে আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন থাকছেই।
এই পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি নতুন কোচ নিয়োগ করা হবে কি না তা নিয়ে এখনও কোনও নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেনি সিএবি। যে হেতু রবিবার রাতেই বিষয়টি জানাজানি হয়, তাই সোমবার পর্যন্ত অপেক্ষা করতে চায় সিএবি।