এই মুহূর্তে খেলাধুলা

শান্তির মেয়াদ কমছে উমর আকমলের বিশ্ব।

স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা । সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি-কে জানাননি আকমল । এই আচরণকে পিসিবি-এর দুর্নীতি বিরোধী কোডের ২ .৪ .৪ ধারায় গর্হিত অপরাধ বলে গন্য করা হয়েছিল । সেই অপরাধের শাস্তি হিসেবে গত এপ্রিলে আকমলকে তিন বছর ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল । গত মে মাসে শাস্তি লাঘব করার আবেদন করেছিলেন পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অবশেষে উমর আকমলের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন বছরের পরিবর্তে দেড় বছর বা ১৮ মাস আকমলকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন এহসান মানিরা। এর অর্থ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২১-এর অগাস্ট পর্যন্ত শাস্তির অধীনে থাকতে হবে পাক উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। নির্বাসন কাটিয়ে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।