হাওড়া , ২৭ জুলাই:- দুই ছেলের হাতাহাতি থামাতে এসে ছেলেদের হাতে নিজেই প্রহৃত হলেন বাবা। অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে রাগে বাবার গলা টিপে ধরে তারা। এই অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় জে এন মুখার্জি রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রহৃত ওই ব্যক্তি এদিন তাঁর চায়ের দোকানে ছিলেন। সেইসময় তাঁর দুই ছেলে সেখানে এসে একটি বিষয় নিয়ে হঠাৎ করেই বচসায় জড়িয়ে পড়ে। ছেলেদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বাবা মারপিট থামাতে গেলে বাবার উপরেই চড়াও হয়ে তাঁকে মারধর শুরু করেন ছেলেরা। অভিযোগ, সেখানেই বাবার গলা টিপে ধরে দুই ছেলে।
এমনকি ঘটনাস্থল থেকে বাবাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় তারা। পরিবারের আরও অভিযোগ, বাবার গলায় দড়ির ফাঁস লাগানোর চেষ্টাও হয়। পরিবারের লোকেরাই তাঁকে উদ্ধার করে এনে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। ঘটনাচক্রে তিনি প্রাণে বেঁচে গেলেও তার গলায় দড়ির দাগ বসে যায় বলে অভিযোগ। থানায় দুই ছেলের নামে অভিযোগ দায়ের হয়েছে। সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।