এই মুহূর্তে খেলাধুলা

কলকাতা লিগে প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা।

স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- কলকাতা লিগে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা এবার অভিনব ভাবনা নিয়ে আসতে চলেছে। কলকাতা লিগে এ বছর প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা হবে। আইএফএ সচিব জপদীপ মুখোপাধ্যায় কলকাতা লিগ নিয়ে এই চমকের কথা জানিয়েছেন। প্রিমিয়র লিগে অবশ্য আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা হচ্ছে না। শুধুমাত্র কলকাতা লিগের প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্তই এই নতুন চমক থাকছে বলে আইএফএ সূত্রের খবর। উল্লেখ্য কলকাতা লিগে প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত খেলায় বলের স্পনসর ভিকির লোগো থাকবে।

এই লোগোর পাশাপাশি এবার আইএফএ-র লোগোও বসতে চলেছে। প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে এর আগে রাজ্য ফুটবল সংস্থা আইএফএর প্রতীক দেওয়া মাস্ক বাজারে এনেছে। ময়দানের ক্লাব, মালিদের আইএফএ-র প্রতীক দেওয়া মাস্ক দেওয়া হয়। মাস্কের পর এবার আইএফএ তাঁদের প্রতীক দেওয়া স্যানিটাইজারও বাজারে আনতে চলেছে। এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, ফুটবলপ্রেমীদের কাছে আইএফএ-কে ব্র্যান্ড হিসেবে পৌঁছে দিতেই মাস্কের পর এবার স্যানিটাইজার আনার ভাবনা রয়েছে।