এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে জেলার জয়জয়কার , পিছিয়ে নেই কলকাতাও।

তরুণ মুখোপাধ্যায় , ১৫ জুলাই;- বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশন এর ছাত্র অরিত্র পাল তার প্রাপ্ত নম্বর 694 দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন বাঁকুড়া সায়ন্তন গরাই এবং কাটোয়ার অভিক দাস তারা দুজনেই 694 নাম্বার পেয়েছেন 490 নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনজন পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি এবং বাঁকুড়ার সৌম্য পাঠক জেলাওয়ারী হিসাবে দেখা যায় পাশের নিরিখে সবার আগে রয়েছেন পূর্ব মেদিনীপুর তাদের জেলার 96 দশমিক 59 শতাংশ পরীক্ষার্থী পাস করেছে তারপর পশ্চিম মেদিনীপুরে স্থান কলকাতার পাশের হার 91 দশমিক 7 শতাংশ।

দক্ষিণ 24 পরগনা জেলার পাশের হার 90 দশমিক 67 শতাংশ। এবং হাওড়া জেলার পাশের হার 87 দশমিক 63 শতাংশ। এবছর ছেলে দেরথেকে তুলনায় মেয়ে পরীক্ষার্থীরা সংখ্যায় বেশি ছিল। যেখানে চার লক্ষ 39 হাজার 879 জন ছাত্র পরীক্ষায় বসে সেখানে মেয়েদের সংখ্যা ছিল 5 লক্ষ 76 হাজার ন জন ।আজ সকালে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান পরীক্ষার 139 দিনের মাথায় এই ফল প্রকাশিত হল। তিনি জানান আবহের জন্য এবছর এক সপ্তাহ পরে স্কুল গুলিকে মার্কশিট দেয়া হবে । স্কুল গুলিকে সংক্রমণমুক্ত করে কোভিদ নিয়ম মেনে অভিভাবকদের হাতে মার্কশিট দেয়া হবে বলে বর্ষা সভাপতি জানান ।