হাওড়া , ১৪ জুলাই:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই পদ্ধতি শুরুর আগে মঙ্গলবার সকালে হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে মালিপাঁচঘড়া থানা এলাকার হরগঞ্জ বাজার জীবাণুমুক্তকরণ করা হয়। পুরনিগম ও পুলিশের আধিকারিক, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা, প্রাক্তন পুরপিতার উপস্থিতিতে এদিন ওই কাজ হয়। পুরো বাজার এদিন জীবাণুমুক্ত করা হয়। জানা গেছে, মালিপাঁচঘড়া থানার আবেদন মেনে করোনা সতর্কতা হিসাবে আপাতত আগামী দিনে ‘ইভেন অড সিস্টেম’ অনুসরণ করে হরগঞ্জ বাজার ও অরবিন্দ রোডে দোকানপাট খোলা থাকবে।
অর্থাৎ প্রথম দিনে যে ৫০ শতাংশ দোকান খোলা থাকবে, দ্বিতীয় দিনে সেগুলি বন্ধ রেখে প্রথম দিনে বন্ধ থাকা অন্য ৫০ শতাংশ দোকান খোলা হবে। এইভাবে রোটেশন মেনে বিজোড় ও জোড় সংখ্যায় ‘ইভেন অড সিস্টেমে’ দোকান খোলা হবে। অযথা বাজার দোকানে ক্রেতাদের ভীড় এড়াতে সোস্যাল ডিসট্যান্স বজায় রাখতে ইভেন অড সিস্টেমকে বেছে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিন হরগঞ্জ বাজার জীবাণুমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন অরবিন্দ রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর পূর্ণেন্দু বোস সহ পুলিশ ও পুর আধিকারিকরা।