হাওড়া , ১৩ জুলাই:- একে করোনায় রক্ষে নেই, আর তার দোসর হয়ে এসেছে ডেঙ্গু। এবার ডেঙ্গু রুখতে গাপ্পি মাছ ছাড়ল হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। রবিবার থেকেই খোলা ড্রেন, জলাশয়, কুয়োতে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়েছে। মশার লার্ভা খেয়ে মশার বংশবৃদ্ধি রোধ করে এই মাছ। গত কয়েক বছরের মত এই বছরেও পুর এলাকায় ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে প্রায় ২৫ লক্ষ গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা। আগামী কয়েকদিন ধরে শহরের যাবতীয় নালা নর্দমাতেই ছাড়া হবে এই গাপ্পি মাছ। গত বছরগুলোতে পাওয়া সুফলের কথা মনে রেখেই এই বছরে কিছুটা আগেই এই মাছ ছাড়া হচ্ছে বলে পুরনিগম সূত্রের খবর। জানা গেছে, গত বছরে ১০ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছিল।
এই বছরে বর্ষার আগেই ডেঙ্গু দমনের কাজ শুরু করল হাওড়া পুরসভা। ভেক্টর কন্ট্রোল টিমের সদস্যরা যেমন বাড়ি বাড়ি গিয়ে শহরবাসীকে জল জমার বিষয়ে নজর রাখতে আবেদন করেছেন। ভেক্টর কন্ট্রোল টিমের কর্মীরা লার্ভিসাইট তেল স্প্রে করে এডিস ইজিপ্টাই মশার লার্ভা মারার কাজ করছেন। কোথায় কোথায় কি পরিমাণ এই মাছ ছাড়া হবে তা পুরসভার প্রাথমিক স্বাস্থকেন্দ্রের কর্মীরা ঠিক করছেন। মাছ ছাড়ার বিষয়েও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা হচ্ছে। নিকাশি নালাগুলো সাফ করে নোংরা জল যাতে থেমে না থেকে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। গত বছরে যেসব ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেশি হয়েছিল সেখানে বেশি নজর দেওয়া হচ্ছে।