এই মুহূর্তে খেলাধুলা

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ক্রোয়েশিয়ায় ভারতের প্রস্তুতি শিবির !

স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানির মুশকিল আসান হয়ে উঠতে পারে জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের দেশ ক্রোয়েশিয়া। অক্টোবর-নভেম্বরে কাতার, বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচের আগে ক্রোয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে পারে সুনীলদের প্রস্তুতি শিবির। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দাভর সুকেরকে একটি খোলা চিঠি লিখেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বাকি ম্যাচগুলোর আগে সেদেশে জাতীয় দলের প্রস্তুতি শিবির করতে চেয়ে আবেদন জানিয়েছেন প্যাটেল। করোনার জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে এখনও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কোচ স্টিম্যাচের দেশেই অনুষ্ঠিত হতে পারে সুনীলদের প্রস্তুতি শিবির। প্রয়োজনে সেদেশে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে দিয়েও নিজেদের ঝালিয়ে নিতে পারে ‘মেন ইন ব্লু’। অক্টোবরে ভুবনেশ্বরে যেহেতু কাতারের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল সেহেতু ওডিশার মাটিতেই সুনীলদের প্রস্তুতি শিবির করার চেষ্টায় ফেডারেশন। কিন্তু দেশের করোনা পরিস্থিতি এখনও খুব একটা আশার আলো দেখাচ্ছে না। সেদিক থেকে ক্রোয়েশিয়া কিছুটা নিরাপদ। বহিরাগতদের জন্য সেলফ-আইসোলেশন আর বাধ্যতামূলক নয় সেদেশে। পাশাপাশি কোয়ারেন্টাইন বিধিনিষেধেও মিলেছে ছাড়। অন্যদিকে এদেশে এখনও বহিরাগতদের প্রবেশের উপর ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রয়েছে। তাই কোনওভাবে ক্রোয়েশিয়ায় ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হলে দু’দেশের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।