এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের হাইব্রিড সিসিইউ ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

হুগলি, ৩ আগস্ট:- দশ বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিট আগেই চালু ছিলো শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে। আরও একটি চব্বিশ শয্যার সিসিইউ ইউনিটের উদ্বোধন হলো আজ। নাম দেওয়া হয়েছে হাইব্রিড সিসিইউ ইউনিট। নবান্নের সভা ঘড় থেকে ভার্চুয়ালি যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক পি দীপাপ্রিয়া, শ্রীরামপুর মহকুমার শাসক সম্রাট চক্রবর্তী, হাসপাতাল সুপার সহ অন্যান্যরা।

জেলা শাসক জানিয়েছেন ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে হাইব্রিড সিসিইউ ইউনিট টি তৈরি করা হয়েছে। সব ধরনের ক্রিটিকাল সমস্যার চিকিৎসা মিলবে এখানে। সুবিধা হবে রোগিদের। শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি পান্ডুয়া, তারকেশ্বর, গোঘাট, খানাকুল হাসপাতালের ২০ টি করে শয্যা বাড়ানো হয়েছে।